Tuesday, July 14, 2009

কবিতা বিষয়ক বিক্ষিপ্ত কিছু ভাবনা চিন্তা

০ কবিতা শব্দনির্ভর একটি পরম শিল্প। বক্তব্য ও বিষয় কিংবা চিন্তন ইত্যাদি প্রয়োজনীয় উপকরণ সর্বাঙ্গে ধারন করেও কবিতা যে জিনিসটির অভাবে নিজেকে প্রকাশ করতে পারেনা সেই বিশেষ জিনিসটি হলো- প্রয়োজনীয় ও উপযুক্ত শব্দ।

০ কবিকে সবসময় ভালো থাকতে হয় তার সৃষ্টির প্রয়োজনেই। সৃষ্টি'ই কবির আরাধ্য.. কর্ম'ই কবির ধ্যাণ.. আর সেই ধ্যাণজাত সৃষ্টি'ই সমাজের ক্ষতের মলম..;
মূলতঃ কবি একজন চিকিৎসক।

০ সব কবিতা-ই কবির নিজস্ব মত। যিনি কবি, তিনি অন্যের মতকে নিজের কলমে লেখেননা কখনো। তিনি অন্যসব মতকে আত্মস্থ করেন এবং নিজের বুদ্ধিদীপ্ত মতটি সুচারুরূপে প্রকাশ করেন। যাদের ভালো লাগে তারা সেই মতটিকে গ্রহন করেন।

0 comments:

© Imon Reza একজন বোকাসোকা সাধারণ মানুষ, founder of nondon 2009

Back to TOP